মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবে দুদক
- আপডেট সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারের আড়াইশ কোটি টাকা সম্পদ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেতার জন্য সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ লেন-দেন ও সাবেক কারা মহা-পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনের সম্পদের অনুসন্ধান সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংস্থার সচিব আনোয়ার হোসেন হাওলাদার।
দুর্নীতি দমন কমিশনের সাপ্তাহিক কমিশন সভা শেষে রোববার সাংবাদিকদের সাথে কথা বলেন সংস্থার সচিব আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি জানান, সাবেক পূর্তমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও রেলওয়ে এবং পার্কের জায়গা অবৈধভাবে নিজ নামে অবমুক্ত ও নামজারী করেন। এছাড়া গুলশান বনানী এলাকায় ৬০ কাঠা জমি দখল করেন মির্জা আব্বাস। এর মধ্যদিয়ে সরকারে ২শ ৫০ কোটি টাকা মূল্যের জমি আত্মাসাৎ করেন তিনি। এ অভিযোগটি অনুসন্ধান করবে দুদক।
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল নির্বাচনে জয়ের জন্য স্থানীয়ভাবে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোটা অঙ্কের অর্থ প্রদান করেন। এই অভিযোগটিও অনুসন্ধান করার কথা জানান দুদক সচিব।
পি কে হালদারের সহযোগিতায় শত কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীর ৫ দিনের রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসবাদ করেছেন দুদক তদন্ত কর্মকর্তা।