মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফাতিমা আক্তার অনন্যা

- আপডেট সময় : ০১:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৮১৬ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন মডেল ফাতিমা আক্তার অনন্যা। চলতি মাসের শেষের দিকে অনন্যা মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন মিশর।
২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি আরও ৭০টির বেশি দেশ অংশগ্রহণ করবে। বর্তমানে প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করেছেন অনন্যা।
এ প্রসঙ্গে ফাতিমা আক্তার অনন্যা বলেন, ‘২০২০ সাল থেকেই মডেলিং করছি। আমি প্রথমে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। পরবর্তীতে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমরা তিন জন বিজয়ী হয়েছি। তিন জন তিন দেশে যাচ্ছি বাংলাদেশের হয়ে।’
তিনি আরও বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো প্রস্তুতি নিতে হচ্ছে। বিভিন্ন ট্রেনিং নিচ্ছি। ড্রেস-মেকআপ এসব দিকেও নজর দিতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’