মিশরে মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
উত্তর মিশরের নীল ডেল্টা এলাকায় একটি মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জনায় গতকাল মিসরের আগা শহরের মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
৩৫ যাত্রী বহনকারী বাসটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়।মিশরে শহর বা গ্রামের রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও যানবাহন চলাচল যথাযোগ্য নিয়ম পালন না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সবশেষ গত জুলাই মাসে মধ্য মিশরে ২৫ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়।