মিয়ানমারের অভ্যন্তরে আবারও দফায় দফায় গোলা বর্ষণ
- আপডেট সময় : ০৩:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারও দফায় দফায় গোলা বর্ষণ ও মর্টারশেলের শব্দ শোনা গেছে। গত কয়েক সপ্তাহ বন্ধ থাকলেও সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফলে সীমান্ত এলাকায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, বিজিবির মহাপরিচালকের পরিদর্শনের পর সোমবার বিকেল থেকে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার থেকে দেশটির তুমব্রু সীমান্তের ১৮, ৩১, ৩৪ ও ৩৫ নম্বর পিলার দিয়ে এবং সদর ইউনিয়নের আশারতলী, ফুলতলী ও জামছড়ির ৪৫ ও ৪৬ নম্বর পিলার দিয়ে কিছুক্ষণ পর পর মর্টারশেল ও গোলা নিক্ষেপ করা হয়। এ সময় বাংলাদেশের তমব্রু সীমান্তবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েও ফিরে আসেন। তবে বিজিবি সদস্যরা তুমব্রু সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বলে জানান এক ইউপি সদস্য। স্থানীয়রা জানান,মিয়ানমার সেনাবাহিনীর বড় ঘাঁটি আছে তোতারদিয়া, কুমিরখালী ও নাইসাদং ও বলিবাজার এলাকায়। এসব এলাকা থেকে থেমে থেমে গুলি ও মর্টার গোলার শব্দে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকা বারবার কেঁপে ওঠে।