মিয়ানমারের সদিচ্ছা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মিয়ানমারের সদিচ্ছা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, গণহত্যার বিরুদ্ধে দিন দিন প্রতিবাদ জোরালো হচ্ছে। মিয়ানমারের ৪০ ভাগ নৃ-তাত্বিক গোষ্ঠি শোষণ ও বঞ্চনার শিকার। রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেস্টার বিকল্প নেই বলেও মত দেন বিশ্লেষকরা।
বিশ্বের সবচেয়ে বড় শরনার্থী শিবির এখন কক্সবাজার। তেত্রিশটি ক্যাম্পে আশ্রয়ে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা। তারপর প্রতিবছর জন্ম নিচ্ছে ৩২ হাজার শিশু।
পরিবেশ-প্রতিবেশ, জলবায়ুসহ বিভিন্ন প্রভাবের পর নতুন করে মাদক অস্ত্র ব্যবসা ও অবৈধ অভিবাসনে সংকট বাড়াচ্ছে রোহিঙ্গারা।
এমন বাস্তবতায় বিআইআইএসএস মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা চ্যালেঞ্জ: বাংলাদেশের কৌশল’- শীর্ষক এ সেমিনারে আলোচকরা বলেন, রোহিঙ্গারা ফিরে না গেলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
তারা জানান , সংকট সমাধানের পরিবর্তে রাখাইনে বিলিয়ন-বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে বিশ্ব মোড়লদের ৪০ টি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর ইন্দো প্যাসিফিক কৌশলে থাকা না থাকা নিয়ে সবার মত-ই বাংলাদেশকে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই সমধানে জাতিসংঘ সহ বহুপাক্ষিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের।