মিয়ানমারের সাধারণ নির্বাচনে জয়ের পথে রয়েছেন অং সান সু চি
- আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের সাধারণ নির্বাচনে জয়ের পথে রয়েছেন অং সান সু চি। সোমবার সন্ধ্যায়ও সেখানে ভোট গণনা চলছিল। সু-চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি দাবি করেছে, তারা ভূমিধস বিজয় অর্জনের পথে রয়েছে। এদিকে, নির্বাচনের ফল মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান।
২০১১ সালে মিয়ানমারে সামরিক জান্তার শাসন শেষ হওয়ার পর রোববার সেখানে দ্বিতীয় জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোটি মানুষ ভোট দেন। গত নির্বাচনেও ভূমিধস বিজয় পান অং সান সুচি। এরপরই তিনি সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে ক্ষমতার অংশীদার হন। মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল- এনএলডি জানায়, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশিরভাগ আসনে জয় পেয়েছে তারা। এনএলডির মুখপাত্র মিও নিন্ত জানান, দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা না করলেও অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে, সু চির দল ৩২২ আসনে জয় পেয়েছে।মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন রয়েছে। ৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির এনএলডি ভূমিধস জয় পায়।