মিয়ানমারের সামরিক অভ্যূত্থ্যানে বাংলাদেশ গণতন্ত্রের পক্ষেই থাকবে
- আপডেট সময় : ০৭:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের সামরিক অভ্যূত্থ্যানে বাংলাদেশ গণতন্ত্রের পক্ষেই থাকবে । এমন মন্তব্য করে সে দেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অন্যদিকে এই পরিস্থিতিতে মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। যদিও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এমন আশংকা করেছেন সাবেক রাষ্ট্রদুত মোহাম্মদ শফিউল্লাহ।
মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তাঁর ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি’র কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সোমবার ভোরে আকস্মিকভাবে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। ঘটনার পরপরই মিয়ানমারের ইয়াঙ্গুনে কিছু মানুষ বিক্ষোভ নামলেও পরিস্থিতি এখনো সেনাদের নিয়ন্ত্রনে ।
এ ঘটনায় বাংলাদেশের কি ভুমিকা হবে এবং প্রায় ১০ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের কি হবে সে নিয়েই উদ্বেগ তৈরী হয়েছে কুটণৈতিক অঙ্গনে। সাবেক রাষ্ট্রদুত মোহাম্মদ শফিউল্লাহর মতে সুচি সংবিধান পরিবর্তনের কথা চিন্তা করাতেই তার এই পরিনতি বরণ করতে হলো।
অন্যদিকে এ ঘটনায় বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে বলা হয় মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ । এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াও স্বাভাবিক দেখতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে এস এ টিভিকে জানান, এর প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসনে পড়বে না।
তবে এতে আশান্বিত হতে পারছেন না সাবেক এই কুটনীতিক।
তবে তিনি আশা করেন, বাংলাদেশের স্বার্থেই স্বাভাবিক অবস্থায় ফেরা উচিৎ মিয়ানমারের রাজনৈতিক অবস্থা।