মিয়ানমারের সেনাবাহিনী ও মিলিশিয়াদের মধ্যে লড়াই দিন দিন তীব্র হচ্ছে
- আপডেট সময় : ০৯:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের সেনাবাহিনী ও জান্তা বিরোধী মিলিশিয়াদের মধ্যে লড়াই দিন দিন তীব্র হচ্ছে। জীবন বাঁচাতে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিচ্ছে থাইল্যান্ড সীমান্তে।
গত কয়েকদিনে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন এবং সেনাবাহিনীর লড়াইয়ে মধ্যে শত শত শিশুসহ আড়াই হাজারের বেশি মানুষ থাইল্যান্ডে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন তাক প্রদেশের উপ গভর্নর সোমচাই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লড়াইয়ের সময় সীমান্তের থাই অংশে গোলাও পড়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, মিলিশিয়া বাহিনী কেএনইউ স্যোশাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে বুধবারের লড়াইয়ে মিয়ানমারের ৪ সেনা নিহত এবং আরও ৪ সেনা আহত হয়। ফেব্রুয়ারিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের পর কারেন বিদ্রোহী গোষ্ঠীর মতো এমন আরও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর তুমুল লড়াই হচ্ছে।