মিয়ানমারে ব্যাপক সমাবেশ ও আন্দোলনের পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা
- আপডেট সময় : ০৩:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মিয়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে ব্যাপক আকারে সমাবেশ ও আন্দোলনের পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার পুলিশের গুলিতে ১২ বিক্ষোভকারী নিহত ও ক্ষমতাচ্যুত অং সান সু চির বিরুদ্ধে ঘুষ নেয়ার নতুন অভিযোগ আনার পর এ পরিকল্পনা করছে আন্দোলনকারীরা। সেনা সরকারের মুখপাত্র বৃহস্পতিবার জানায়, ক্ষমতায় থাকাকালীন অং সান সু চি স্বর্ণ ও ছয় লাখ ডলার মূল্যের অবৈধ অর্থ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি উইন মিন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করে জান্তা সরকার। তবে, এ অভিযোগকে হাস্যকর কৌতুক বলে মন্তব্য করেছেন সু চি’র আইনজীবী। গেল ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে এ পর্যন্ত ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে দুই হাজারের বেশি আন্দোলনকারীকে। রাজপথের বিদ্রোহ দমাতে সামরিক সরকার রণকৌশল ব্যবহার করছে বলে অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।