মিয়ানমারে ভয়াবহ অর্থনৈতিক সংকটের আশঙ্কা জাতিসংঘের
- আপডেট সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মিয়ানমারে ভয়াবহ অর্থনৈতিক সংকটের আশঙ্কা জাতিসংঘের। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে খাদ্য ও জ্বালানীর দাম বেড়েছে। গেল এক মাসের বেশি সময়ে খাদ্যের দাম স্থানভেদে ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে সংকটে পড়েছে দেশটির সাধারণ মানুষ।
দরিদ্র জনগোষ্ঠী দারিদ্র্য সীমার আরও নিচে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ইয়াঙ্গুন ও এর আশেপাশের এলাকাগুলোতে তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। এছাড়া চলমান রাজনৈতিক সংকটের জেরে মিয়ানমার ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প। এদিকে, বিক্ষোভকারীদের দমাতে সরকারের বিরোধিতার দায়ে মৃত্যুদণ্ড ও অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেয়ার আইন চালু করেছেসামরিক সরকার। এর আগে মঙ্গলবার ইয়াঙ্গুনের ছয়টি এলাকায় সামরিক আইন জারি করা হয়। এসব এলাকায় সামরিক আইন ভঙ্গ করে বিক্ষোভকারীদের এই আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।