মীমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোন সুযোগ নেই। সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়াল বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলি খুঁজছেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের অংশ হিসেবেই সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।
শান্তিপূর্ণ আন্দোলনে সরকার কোনরকম বাধা দিবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এদিকে, সকালে আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ কমিটির আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ভাস্কর্য নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীরা একটি রাজনৈতিক দলেই অংশ।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন নেতাদের হাতে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে ৫০ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।