মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের ১৩ উপজেলার লিচু বাগানগুলো

- আপডেট সময় : ১১:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের ১৩ উপজেলার লিচু বাগানগুলো। এগাছ থেকে ওগাছে মৌমাছি ছুটে চলছে মধু আহরণে। এবার মধুর বাজার মূল্য ভালো থাকায় বেশ লাভের আশায় মৌয়ালরা। স্থানীয় বিসিক অফিস বলছে, মধুচাষ বাড়াতে তারা প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
দেশের সিরাজগঞ্জ,নাটোর,টাঙ্গাইল থেকেআগত মৌয়ালদের পদচারণায় মুখর এখন জেলার ১৩ উপজেলা লিচু বাগানগুলো। এসব বাগানের অর্ধেকই রয়েছে দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামে। এবার মুকুলের সমারোহ বেশি থাকায় অধিক মধুর আশা করছেন মৌয়ালরা।
এবার বাজারে মধুর দাম বেশ ভালো।তাই মোটা লাভের আশা করছে মৌয়ালরা
এদিকে স্থানীয় বিসিক অফিসের সর্বচ্চ এই কর্মকর্তা জানালেন,মধূচাষ বৃদ্ধিতে জেলার বাশেরহাট এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র খোলা হচ্ছে।সেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে অনেকে, সাথে প্রদর্শনীর মাধ্যমে মধুচাষ বৃদ্ধিতে চেষ্টা চলছে।
জেলায় এবার সাড়ে ৭ হাজার মৌ-বক্স স্থাপন করছে মৌয়ালরা যা থেকে প্রায় ১০০ মেট্রিক টন থেকে ১১০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।