মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরকার সরে পড়ছে: রানা দাশগুপ্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরকার সরে পড়ছে বলে মন্তব্য করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। সংখ্যালঘুদের অবস্থার পরিবর্তন না করায় সরকারের মধ্যে সাম্প্রদায়িক শক্তি আরও গাঢ় হচ্ছে বলেও মনে করেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন রানা দাশ।
সকালে জাতীয় প্রেস ক্লাবে ধর্ম মন্ত্রণালয়ের বাজেট বৈষম্য নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে, রানা দাশগুপ্ত ৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে বাজেট ধরা হয় মাত্র ২ দশমিক ১৩ শতাংশ। সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বাজেট বরাদ্দে সীমাহীন অবজ্ঞা, অবহেলা, বৈষম্যের এক সুস্পষ্ট প্রমাণ বলে জানান তিনি। সংখ্যালঘুদের নিয়ে বৈষম্যের অবসান চান তিনি।