মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ- কোনো রাজনৈতিক দলের নয় : মেজর হাফিজ
- আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ- কোনো রাজনৈতিক দলের নয় বলে জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি হতাশাগ্রস্ত দল নয়, জনপ্রিয় দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৭ জানুয়ারি নির্বাচন হলে, বিএনপি আজ ক্ষমতায় থাকতো বলেও মন্তব্য করেন, হাফিজ উদ্দিন আহমেদ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে , স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে গঠিত স্বাধীনতা উদযাপন কমিটির প্রথম সভা শেষে, সংবাদ সম্মেলন করেন কমিটির আহ্বায়ক ও দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
সরকার ভুয়া মুক্তি যোদ্ধা বানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, যারা স্বাধীনতার কথা চিন্তাই করে নাই, তারাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ধারক-বাহক।
আন্দোলন সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র পূনরুদ্ধার করে হবে বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ।