মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন মরিশাসের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন্ডিয়ান ওশান সম্মেলন।
ঘড়ির কাটায় দুপুর পৌনে ১২টা। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে আসেন সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে সেখানকার শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান পৃথ্বীরাজ। নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন একাত্তরের শহীদ বীর সেনানীদের। পরে মহান মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত দুর্লভ জিনিস ও গণহত্যার নিদর্শন ঘুরে দেখেন মরিশাসের প্রেসিডেন্ট।
এর আগে সকাল সাড়ে সাতটায় ঢাকেশ্বরী মন্দিরে গেলে, মরিশাসের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হয়। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি, পরে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত, পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন পৃথ্বীরাজ।
বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মরিশাসের প্রেসিডেন্ট। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পৃথ্বীরাজ সিং রূপন।