মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় দায়ের করা মামলায় ভিপি নূরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আজিমুল হক। তিনি জানান, নুরুলসহ মোট ২৯ জনকে আসামি করে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরের কক্ষে ঢুকে হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। তাদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন। হামলায় নুর ও তার বেশ কয়েকজন সহযোগী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রয়েছেন কয়েকজন। হামলার ঘটনায় ছাত্রলীগ ও ডাকসুর ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে ভিপি নুর মামলা করেছেন। ভিপি নুরের পক্ষে মঙ্গলবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৷ এই হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছে।