মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মধ্যেও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে তাঁর সরকার। বৃহস্পতিবার সকালে গণভবনে, স্বাধীনতা পুরষ্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলনে, মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিয়েছে বর্তমান সরকার। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল স্বীকৃতি বাংলাদেশের বড় অর্জন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরষ্কার দিয়ে আসছে সরকার। এবারে দেশের সর্বোচ্চ এ জাতীয় পুরষ্কার পেয়েছেন নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে গণভবনে, প্রধানমন্ত্রী পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন। করোনার কারণে প্রায় সব আয়োজন ভার্চুয়ালি হলেও আজকের এই অনুষ্ঠান প্রধানমন্ত্রীর আগ্রহে গণভবনেই সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে কোন মুক্তিযোদ্ধাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। তাদের যোগ্য সম্মান দিয়েছে বর্তমান সরকার।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া আদর্শ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। জানান, করোনায় বিপর্যস্ত আর্থ-সামাজিক জীবন স্বাভাবিক করতে কাজ করছে সরকার ।
সব প্রতিকূলতা মোকাবিলা করেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে, আবারো দৃঢ় অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।