মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে : শেখ হাসিনা
- আপডেট সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিশ্বে সমান তালে এগিয়ে চলার যে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে তা যাতে ব্যহত না হয় এ আহবানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবস-২০২১ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আবদুল হামিদ।
শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বাজে করুন সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ৩ বাহিনীর প্রধানগণ সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নসহ দেশের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা বিষয়ক আলাপ হয় বৈঠকে।
পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধণা দেওয়া হয়।
গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। বঙ্গবন্ধুর দেওয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ি আধুনিক, যুগোপযোগি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বের সঙ্গে বাংলাদেশ সমান তালে এগোনোর যে সক্ষমতা অর্জন করেছে তা অক্ষুন্ন রাখার আহবান জানান সরকার প্রধান।