মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের উপর হামলার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোররাত ৩টার দিকে জেলার তারিকাটা এলাকার এক বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমু মীর এবং তার স্ত্রী খাদিজা আক্তার এলিজাকে গ্রেফতার করা হয়। করা হয়। এসময় আরো তিনজনকে গ্রেপ্তার হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, রোববার বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের ইটভাটার মালিক ও মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের উপর হামলা হয়।এরপর তাকে উদ্ধার করে হাসপাতারে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শাহ আলম জানান, বিকেলে তার ইটভাটায় যাওয়ার পর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর এবং তার স্ত্রী খাদিজা আক্তার এলিজার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে।