মুজিবনগর দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৮৬২ বার পড়া হয়েছে
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী সব অপশক্তিকে প্রতিহত করা হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
বিএনপিকে স্বাধীনতা-বিরোধী সন্ত্রাসী অপশক্তি আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিসহ স্বাধীনতা-বিরোধী সন্ত্রাসী সব অপশক্তিকে প্রতিহত করা হবে।
পরে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্য লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরও শ্রদ্ধা নিবেদন করেন।