মুজিববর্ষেই বঙ্গবন্ধুর সব পলাতক খুনীকে দেশে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মুজিববর্ষেই বঙ্গবন্ধুর সব পলাতক খুনীকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচজন খুনি আছেন, যাদের মধ্যে দুজনের তথ্য নিশ্চিত করা গেছে। অন্যদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ দেশের স্বাধীনতাবিরোধী জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক হলো বিএনপি। অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে আলাদা শোক সভায় পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে,
অন্যদিকে জিটুজি পদ্ধতিতে টিকা দিতে আগ্রহ রুশ সরকারের ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততা স্বীকার করে, জাতির কাছে ক্ষমা চাইতে বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী ।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানানো হয়।