মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহে মাদক, জঙ্গি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদক, জঙ্গি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী এবং ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার উপস্থিত ছিলেন।