মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের সাথে ময়মনসিংহ, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর,গোপালগঞ্জ, জয়পুরহাট ও নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়েছে। সকালে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান। এসময় অন্যান্য শিক্ষকসহ কর্মচারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৬টি উপজেলায় প্রায় ১ লক্ষ ২২ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকালে ইছাপুরা ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
জয়পুরহাটে ১ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্তরে এর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। সকালে দিনাজপুর জেলা প্রশাসক এই কর্মসুচীর উদ্বোধন করেন।
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি-বৌলতলী সড়কের সাড়ে ৬ কিলোমিটার এলাকা জুড়ে বৃক্ষ রোপন করেছে ছাত্রলীগ। সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লার নেতৃত্বে এক যোগে কয়েক’শ গাছের চারা রোপন করা হয়।
সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচির নাটোরে উদ্বোধন করা করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।