‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখার আহ্বান প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বায়োপিক থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় চলচ্চিত্রের সঙ্গে জড়িত সব কলাকুশলীদের ধন্যবাদ জানান তিনি। কাল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।