মুনাফা বেশি দেয়ার প্রলোভন দেখিয়ে শতশত কোটি টাকার মালিক
- আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মুনাফা বেশি দেয়ার প্রলোভন দেখিয়ে শতশত কোটি টাকার মালিক হয়েছেন কুমিল্লা মেঘনার ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. হারুন অর রশিদ জানান, প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রতারক জাকির হোসেন রাজধানীর মানিকনগরে রেন্টে কার ব্যবসার আড়ালে প্রায় ৩শ গ্রাহকের কাছ থেকে দেড় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণায় জড়িত জাকির কম মূল্যে গ্রাহকদের কাছে গাড়ি বিক্রি করে তা রেন্টে কার এ ভাড়ায় চলবে বলে জানাতো।
দুই থেকে তিন মাস ৫০ হাজার টাকা গ্রাহকদের পরিশোধ করা হলেও এরপর থেকেই অনিয়মিত লেনদেন শুরু করে জাকির। প্রতারণার অর্থ দিয়েই নিজ এলাকায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। রাজধানীতে বিলাস বহুল বাড়ির মালিকও তিনি জানান ডিবি প্রধান।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন জানান, তদন্তে উঠে এসেছে আইনী ঝামেলা এড়াতে, সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনী কাছে থেকে নেয়া অর্থের কিস্তি পরিশোধ করতো জাকির।