মুন্সীগঞ্জের ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন ব্রাজিল কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূতদের
- আপডেট সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গরুর দুধ ও মাংশ উৎপাদনে বাংলাদেশ শতভাগ স্বয়ংসম্পূর্ণ না হলেও শিগগিরই এই ঘাটতি পূরণের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যত বেশি দুগ্ধ উৎপাদন করতে পারবে, ততো বেশি মাংশও উৎপাদন হবে এবং আমদানি কমায় দামও কমবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র।
দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাতঘড়িয়ায় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধি গরুর খামার- ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন করেন ব্রাজিল, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূতরা। ডেইরি ফার্মটি পরিদর্শনকালে ব্রাজিলের রাষ্ট্রদূত একথা বলেন। এ সময়ে ওলিভেইরা জুনিয়র আরো বলেন, ডাচ ডেইরি ফার্ম খুবই উৎপাদনশীল। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জেলার লৌহজংয়ে বেসরকারি একটি কোম্পানির উদ্যোগে ১শ’ ২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে ডাচ ডেইরি ফার্ম। আর খামারটিতে বর্তমানে ১২ শতাধিক গরু প্রতিপালন করা হচ্ছে।