শ্রীনগরে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের দাফন সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৬০৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় ব্রাক্ষনগাঁও স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর হলদিয়া সাতঘরিয়া কবরস্থানে তাদের দাফন করা সম্পন্ন হয়। এদিকে দুর্ঘটনার কারন তদন্তে পাঁচ সদ্যসের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৯ জনের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার মুন্সিগঞ্জ থেকে কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়।