মুন্সীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ অবস্থায় পান ঘরের বাসিন্দারদের। পরে তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। তবে, গ্যাস লিকেজ নাকি অন্য কিছু বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান তারা। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবু ইউসুফ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।