মুন্সীগঞ্জে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত ও এক দোকানিকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সদরের চিতলিয়া গ্রামের দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৭ ডাকাত ও অন্য এক দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে মুন্সীগঞ্জে নিজের কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার আব্দুল মোমেন। গতকাল সারাদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। গত ১৬ সেপ্টেম্বর রাত দু’টায় চিতলিয়া বাজারে অজ্ঞাতনামা ১৮-২০ জনের ডাকাত দল ‘নিখিল বণিক স্বর্ণ শিল্পালয়’ ও ‘মনুনাগ স্বর্ণ শিল্পালয়ের তালা কেটে ৫০ লাখ সাড়ে ছয় হাজার টাকার ১০০ ভড়ি ১৫ আনা স্বর্ণ, ৪টি মোবাইল সেট ও নগদ ৩৫ লাখ টাকা লুটে নেয়।