মুম্বাই উপকূলে বার্জডুবি, ২৬ মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভারতের মুম্বাই উপকূলে ঘূর্ণিঝড় ‘তাওকতের’ তাণ্ডবে বার্জ ডুবে নিখোঁজদের ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত ৪৯ আরোহীর নিখোঁজ রয়েছেন জানিয়েছে দেশটির নৌবাহিনী।
আরব সাগরে বার্জটি ডুবে যাওয়ার স্থান থেকে ৫০-৬০ নটিক্যাল মাইলের মধ্যে মরদেহগুলো ভাসতে দেখে উদ্ধারকর্মীরা। পরে তারা মরদেহগুলো উদ্ধার করেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৮৬ জনকে। উদ্ধার কাজ চলছে। গেলো সোমবার ঝড়ের কবলে পড়ে আরব সাগরে বার্জটি ডুবে যায়। এরপর বার্জের নাবিকদের উদ্ধারে আইএনএস কোচি, কলকাতা, জিস, বেতওয়া এবং ত্যাগ নামে নেভির পাঁচটি জাহাজ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারে অংশ নেয় হেলিকপ্টারও।