মুল্যস্ফীতি ও বিদ্যুৎ সংকট সহনীয় পর্যায়ে নেই : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
মুল্যস্ফীতি ও বিদ্যুৎ সংকট সহনীয় নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। দ্রুত এসব সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।সভা শেষে বৈঠকের বিস্তারিত তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্প বাস্তবায়ন ও সাশ্রয়ী করতে রিন গ্রহণে জিটুজি চুক্তি বাড়ানোর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বলেন, সভায় ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদন দেয় একনেক।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। সভায় ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে চলমান মুল্যস্ফীতি ও বিদ্যুৎ সংকট নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাজার সংরক্ষণাগার গড়ে তোলার কথাও জানান তিনি।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন ও সাশ্রয়ী করতে জিটুজি চুক্তির বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডলারের চাপ বেশি জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে পণ্যের দাম কমলেও বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণ নয়, বাজার মসৃণ করাই সরকারের লক্ষ্য বলে জানান এম এ মান্নান।