মুসলিম হওয়ায় বরিস সরকারের মন্ত্রিত্ব হারাতে হয়েছে নারী এমপি’র
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মুসলিম হওয়ায় বরিস সরকারের মন্ত্রিত্ব হারাতে হয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নারী এমপি নুসরাত গনি। তার ইসলামী বিশ্বাস সহকর্মীদের কাছে তাকে অস্বস্তিকর করে তুলেছে। এই অভিযোগ তুলে তাকে পদচ্যুত করা হয় বলে দাবি করেছেন তিনি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে নুসরাতকে কনিষ্ঠ পরিবহন মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। কারণ হিসেবে হুইপের মাধ্যমে তাকে জানানো হয়, মুসলিম বিষয়টি সমস্যা হিসেবে উত্থাপিত হওয়ায় বরখাস্ত করা হলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ডাউনিং স্ট্রিট অফিস থেকে এই অভিযোগের বিপরীতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সরকারি চিফ হুইপ এ অভিযোগ অস্বীকার করেছেন।