মুসল্লিদের বাসায় বসে বেশি বেশি ইবাদত করার আহবান জানান পেশ ইমাম
- আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
করোনা শঙ্কার মধ্যে জাতীয় মসজিদ- বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত আকারে আদায় করা হয়েছে জুমার নামাজ। এ সময় খুৎবায় করোনা মোকাবিলার নির্দেশনায় মুসল্লিদের বাসায় বসে বেশি বেশি ইবাদত করার আহবান জানান বায়তুল মোকাররমের পেশ ইমাম। এর পাশাপাশি মহামারী থেকে রক্ষা পেতে জুমার নামাজে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। করোনা মোকাবেলায় সরকার থেকে জুমার নামাজে নিরুৎসাহিত করা হলেও, ঝুঁকি নিয়েই এ রোগমুক্তি কামনায় দোয়ার উদ্দেশেই জুমার জামায়াতে শরীক হন বলে জানান মুসল্লিরা।
করোনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে মসজিদে জুম্মার নামাজ নিরুৎসাহিত করা হলেও এই ভাইরাস যেন ভয়াবহ আকার ধারণ না করে, এমন দোয়া কামনায় জামায়াতে অংশ নিতে মুসল্লিদের এমন যাত্রা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবেশ করতেই সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুপুর ১টায় আজানের মধ্যে শুরু হয় জুমার আনুষ্ঠানিকতা। বাংলা বয়ান স্থগিত রেখে ২০ মিনিটের সংক্ষিপ্ত খুৎবায় মহামারি রোগের সংক্রমন থেকে মুক্তি কামনা করা হয়।
খুৎবা শেষে মাত্র দু, রাকাত নামাজ আদায় করেন মুসল্লিরা। ফাঁকা-ফাঁকা হয়ে নামাজা আদায় করার নির্দেশনা থাকলেও কয়েজন ছাড়া সবাই বরাররের মতোই পাশাপাশি দাড়িয়ে নামায আদায় করেন। জামায়াত শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন সাধারণ মুসল্লিরাও।নামাজ শেষে মুসল্লিরাও জানান, এ ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষায় সবাই দোয়া করেছেন।আবার কেউ কেউ বলেন, এসব জামায়াতে ঝুঁকি থাকলেও মুসলমান হিসেবে দোয়ার উদ্যেশেই জুমায় অংশ নেয়া।
করোনা রোধে সৌদিসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে মসজিদ বন্ধ রাখা হয়েছে