মূর্তি আর ভাস্কর্য এক নয় : ধর্ম প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মূর্তি আর ভাস্কর্য এক নয় বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি বলেন, যাঁরা মূর্তি আর ভাস্কর্যকে এক করে দেখছেন– তাঁরা ভুল করছেন। আন্দোলনকারীদের সাথে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূর্তি আর ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির সমাধান করতে হবে। ভবিষ্যতে আর যেন কেউ এসব নিয়ে ভুল বোঝানোর সুযোগ না পায় সেদিকে নজরে রাখতে হবে।
আন্দোলনকারী ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সাথে আলোচনায় বসার কথাও জানান ধর্ম প্রতিমন্ত্রী।
গত ২৪ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি’র কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান ।