মৃত ব্যক্তি বেঁচে উঠলেন মর্গে
- আপডেট সময় : ০৮:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কেনিয়ার হাসপাতালে ভর্তি এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। মর্গে তার দেহ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল। কিন্তু সেখানে ঘটে বিপত্তি, মর্গে চিৎকার করে উঠে সেই ব্যক্তি! কেনিয়ায় হাসপাতালে অবহেলার এমনই ভয়ঙ্কর এক ঘটনার কথা সম্প্রতি সামনে এসেছে।
পেটে প্রচন্ড ব্যাথা নিয়ে গত ২৪ নভেম্বর কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২ বছরের পিটার কিগেন। ভর্তি হওয়ার দিন কয়েক পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এবং তার পরিবারের কাছে খবর পাঠান। পিটারের ভাই জানিয়েছেন, হাসপাতালের এক নার্স তাকে ভাইয়ের মৃত্যুর খবর দেন। তিনি বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। মর্গ থেকে দেহ নেয়ার জন্য তাকে কাগজপত্রও দিয়েছিলেন নার্স। কর্মকর্তারা মরদেহ সংরক্ষণের আগে মর্গে ডেকে পাঠান। সেখানে যেতেই চমকে যান তিনি। দেখেন তার ভাই নড়াচড়া করছে।
মর্গে যখন তার মরদেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয়, তখনই জেগে ওঠেন পিটার! নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে শুরু করেন । তার চিৎকার শুনে ভয়ে পালিয়ে যান মর্গের কর্মীরা। জীবিত অবস্থায় মর্গে পৌঁছে যাওয়া পিটার বলেন, এ ঘটনায় আমি বিশ্বাস করতে পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? ঈশ্বরকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেয়ার জন্য।
পিটারকে পড়ে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা আশা করছেন অল্প দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবে পিটার।
অনলাইন ডেস্ক