মেক্সিকোর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে এ কম্পন অনুভূত হয়।
পরে মেক্সিকোর পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। মেক্সিকোর সিটি মেয়র জানান, ভূমিকম্পে রাজধানী জুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এর আগে ১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনেই দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে হাজার হাজার মানুষ মারা যান। তাদের স্মরণ করার দিনেই আবার দেশটি ভূমিকম্পে কাঁপলো।