মেক্সিকোর মধ্যাঞ্চলে যাত্রীবোঝাই গাড়ি উল্টে ১৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মেক্সিকোর মধ্যাঞ্চলে যাত্রীবোঝাই গাড়ি উল্টে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার দেশটির জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরে ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে থাকেন। রাজ্যের জরুরি সহায়তা বিভাগ জানায় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এছাড়াও দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে আটকা পড়েন ৭ জন।ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরে ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে থাকেন।