মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার হলো।
সকালে ভৈরবের পুলতাকান্দা ব্রিজ এলাকায় মেঘনা নদী থেকে ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহেল রানা ও তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী গ্রামের বেলন দে’র মরদেহ লালপুর ঘাটের পাশ থেকে উদ্ধার করা হয়। ভৈরব নৌ-থানার ওসি মনিরুজ্জামান বলেন, সকাল সাতটার দিকে দু’জনের এবং দশটার দিকে নিহত সোহেল রানার ছেলে রাইসুলের মরদেহ উদ্ধার করা হয়। সকালে ফায়ার সার্ভিস ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ডুবুরি দল নিখোঁজ ছয়জনের সন্ধানে তৃতীয় দিনের মতো অভিযানে নামে।