মেজর (অব.) সিনহা হত্যার ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনের প্রত্যাহার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনের প্রত্যাহার দাবি করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার।
দুপুরে সিনহার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাওয়ার চেয়ারম্যান এ দাবি জানান। তিনি বলেন, মেজর অব. সিনহা হত্যাকাণ্ডের তদন্ত যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে রাওয়া সন্তুষ্ট। তবে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেটি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া কক্সবাজারের টেকনাফ থানার সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের অস্ত্র জব্দ করতে হবে। এর পাশাপাশি যাতে এটাই বিচার বহির্ভূত শেষ হত্যাকাণ্ড হয়, আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।