মেজর সিনহাকে গুলি করা পিস্তলটি হেফাজতে
- আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করা পিস্তলটি হেফাজতে নিয়েছে রেবের তদন্তকারী কর্মকর্তা।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত এসআই নন্দদুলালের নামীয় পিস্তলটি তার কাছ থেকে নিয়ে মেজর সিনহাকে গুলি করে বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত। মামলার তদন্তকারী কর্মকর্তা রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, পিস্তলটি তদন্তের প্রয়োজনে রেবের হেফাজতে আনতে আদালতে আবেদন করা হয়েছিল। বিচারক ওই আবেদন শুনানি করে পিস্তলটি মামলার আইও’কে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন।আদালতের আদেশের অনুলিপি পুলিশ সুপারের কাছে পৌঁছানোর পর শনিবার রাতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি শাখায় গিয়ে পিস্তলটি বুঝে নেয় রেব।এরপর পিস্তলটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।