মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
- আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে প্রতিদিনের ন্যায় মূলতবি বিচারিক কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০টায়।
শুরুতে সিফাতের বাকী সাক্ষ্য গ্রহণ শেষ করেন। এখন মামলার ১৫ জন আসামীর পক্ষে আলাদাভাবে তাঁকে জেরা করা হচ্ছে। সিফাত মেজর সিনহা হত্যাকান্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী। তাই সাক্ষী হিসেবে তিনি অত্যন্ত গুরুত্বপুর্ণ। সিনহার হত্যার লোমহর্ষক বর্ণনা আদালতের সামনে তুলে ধরেন সিফাত। বলেন, লিয়াকত আলী গুলি করেছিলেন সিনহা মোহাম্মাদ রাশেদ খানকে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন। এ সময় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ঘটনাস্থলে গিয়ে পা দিয়ে সিনহার গলায় চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন।সকালে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে মামলার প্রধান অভিযুক্ত ইন্সপেক্টর লিয়াকত এবং ওসি প্রদীপসহ ১৫ আসামীকেই আদালতে হাজির করা হয়।