মেটা থ্রেডস অ্যাপ কী? কীভাবে ব্যবহার করবেন?
- আপডেট সময় : ০৬:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ (Twitter Rival App) থ্রেডস লঞ্চ করেছে মেটা (Meta Threads)। বর্তমান যুগে আট থেকে আশির বেশিরভাগেরই সারাক্ষণের সঙ্গী সোশ্যাল মিডিয়া (Social Media)। সেই দুনিয়াতেই আরও একটি নতুন সোশ্যাল মিডিয়া মাধ্যমের সূচনা হল। লঞ্চের পর থেকেই ব্যাপক সাড়া জাগিয়েছে মেটা থ্রেডস। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে অ্যাপের ইউজারের সংখ্যা। কিন্তু এই থ্রেডস অ্যাপ আসলে কী? কীভাবে ব্যবহার করবেন? কতটা নিরাপদ এই অ্যাপ?
মেটা থ্রেডস অ্যাপ, ইন্সটাগ্রাম থাকলেই বাজিমাত
মেটা’র ইনস্টাগ্রাম টিম এই নতুন থ্রেডস অ্যাপ তৈরি করেছে। ইউজারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই খুব সহজে থ্রেডস অ্যাপে সাইন-ইন বা লগ-ই ইন করতে পারবেন আপনি। টেক্সট আপডেট শেয়ার করার পাশাপাশি অন্যান্য ইউজারদের সঙ্গে পাবলিক কনভারসেশন অর্থাৎ বার্তালাপেও যোগ দিতে পারবেন ইউজাররা। ৫০০ ক্যারেক্টার পর্যন্ত টেক্সট লেখা যাবে। তার সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও যোগ করা যাবে। ৫ মিনিট ডিউরেশন বা সময়ের ভিডিও শেয়ার করা যাবে এই মাধ্যমে। মূলত এই অ্যাপ একটি টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ। ট্যুইটারের দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে এই নতুন অ্যাপের নাম প্রকাশ্যে আসছে।
কেন এতদিন পরে লঞ্চ
জানুয়ারি মাস থেকে এই অ্যাপ নিয়ে কাজ চলছে। কিন্তু মেটা কর্তৃপক্ষ বিশেষ করে সিইও মার্ক জুকেরবার্গ যেন অ্যাপ লঞ্চের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলেন, বিশেষজ্ঞদের অনেকেই তাই বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এলন মাস্ক সম্প্রতি ট্যুইটারের ক্ষেত্রে সীমাবদ্ধতা জারি করেছেন। ইউজাররা প্রতিদিন কত সংখ্যক ট্যুইট দেখতে পাবেন, তা সীমিত করা হয়েছে। বলা ভাল, এলন মাস্ক ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই এই মাইক্রোব্লগিং মাধ্যমে একাধিক পরিবর্তন এসেছে। এবার ট্যুইট সীমিত করার সময়েই প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস লঞ্চ করল মেটা সংস্থা। টেক্সট, ভিডিও, ছবি সবই পোস্ট করার পাশাপাশি রিয়েল টাইম কনভারসেশনে যুক্ত হওয়ার অপশন ইউজারদের দেবে এই নতুন অ্যাপ।
থ্রেডস এবং ইন্সটাগ্রাম সংযুক্ত হওয়ার ফলে সুবিধা
ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের সাহায্যে অর্থাৎ ইন্সটাগ্রাম ক্রেডেন্সিয়াল দিয়ে যেহেতু থ্রেডস অ্যাপে লগ-ইন বা সাইন-ইন করা যাবে সেক্ষেত্রে একই থাকবে ইউজারনেম, ফলোয়ার এমনকি ভেরিফিকেশন স্ট্যাটাসও। যেহেতু থ্রেডস অ্যাপ আপনার ইনস্টাগ্রাম লিঙ্কের সঙ্গে যুক্ত তাই মেটা’র নিয়ম অনুসারে যেকোনও থ্রেডস পোস্ট আপনি খুব সহজেই ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। অথবা আপনার পোস্ট লিঙ্ক আকারে অন্য যেকোনও মাধ্যম যা আপনি বেছে নেবেন সেখানে শেয়ার করা যাবে।
ইন্সটাগ্রাম বা থ্রেডস, যে অ্যাপেই আপনি যাঁদের ফলো করবেন তাঁদের পোস্ট দেখতে পাবেন আপনার ফিডে। এর পাশাপাশি আপনার কাছে আসবে রেকমেন্ডেশন বা সাজেশন অর্থাৎ প্রস্তাব। যেসব কনটেন্ট আপনি খুঁজে পাননি তার নিরিখেই আসবে এই প্রস্তাব। আপনার সার্চের ভিত্তিতেও আপনার পছন্দ অনুসারে রেকমেন্ডেশন দেওয়া হবে। নিজের ফিডে নির্দিষ্ট শব্দবন্ধ ফিল্টার করার সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও আপনাকে কে বা কারা অর্থাৎ কোন ইউজাররা মেনশন করতে পারবেন, সেটাও আপনি ঠিক করতে পারবেন। অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর, দু’জায়গা থেকেই থ্রেডস অ্যাপ ডাউনলোড করা যাবে একদম ফ্রি-তে।
কীভাবে ব্যবহার করবেন থ্রেডস অ্যাপ
সবার প্রথমে প্রয়োজন একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। থ্রেডস অ্যাপে তাহলেই আপনি যুক্ত হতে পারবেন। কারণ সাইন-ইন করার জন্য প্রয়োজন হবে ইন্সটাগ্রামের লগ-ইন ক্রেডেন্সিয়াল। একবার নিজের অ্যাকাউন্ট থ্রেডস অ্যাপে খুলে নিয়ে ইউজার নেম নিজে থেকেই পোর্ট হবে। তবে কাস্টোমাইজড প্রোফাইল তৈরির সুবিধাও থাকছে। মেটা জানিয়েছে ব্রিটেনের ইউজার যাদের বয়স ১৮ বছরের কম তারা ডিফল্ট হিসেবেই প্রাইভেট প্রোফাইল পাবেন।
মাত্র কয়েকটা ক্লিকেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি যাঁদের ফলো করতেন তাঁদের পোর্ট করে নেওয়া যাবে থ্রেডস অ্যাকাউন্টে। আপনি থ্রেডে যখন কোনও পোস্ট করবেন, সেটা কারা দেখতে পাবেন, আর কারা দেখতে পাবেন না, সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে ইউজারের হাতে। এর পাশাপাশি কোনও প্রোফাইলকে আনফলো, রিপোর্ট, ব্লক বা রেস্ট্রিক্ট করার সুবিধা থাকছে। একটি থ্রি ডটস ড্রপ ডাউন মেনু রয়েছে। এটি ব্যবহার করলে যাঁদের আপনি ইন্সটাগ্রামে ব্লক করেছেন আপনাআপনি তাঁরা থ্রেডেও ব্লক হয়ে যাবে। এআই ভিত্তিক ইমেজ ডেসক্রিপশন এবগ স্ক্রিন রিডার সাপোর্টও থাকছে নতুন থ্রেডস অ্যাপে। আগামী দিনে থ্রেডস অ্যাকাউট না থাকলেও যাতে ইউজার থ্রেডস পোস্ট অ্যাকসেস করতে পারেন আপাতত সেই চেষ্টায় চালাচ্ছে মেটা কর্তৃপক্ষ।
এসএটিভি/এবিপি