মেট্রোরেলের কাজে ধীর গতির জন্য কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন ঢাকার দুই মেয়র
- আপডেট সময় : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেট্রোরেলের কাজে ধীর গতির জন্য কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন ঢাকার দুই সিটি মেয়র। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তারা এ অভিযোগ করেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে পাতাল রেলের কাজ।
এমআরটি লাইন-৬-এর অগ্রগতি ও সম্ভাবনা এবং এমআরটি লাইন-১-এর লাইসেন্স বিতরণ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।এতে অংশ নেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, ঢাকার দুই সিটি মেয়রসহ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকল্পের কাজে সমন্বয়হীনতার কথা তুলে ধরেন, অংশীজন ঢাকার দুই সিটি মেয়র।
প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের প্রথম মেট্রোরেল এমআরটি ৬-এর নির্মাণকাজের অগ্রগতি ৮০ শতাংশের বেশি।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই দেশের প্রথম পাতাল রেলের ভৌত কাজ শুরু হবে বলে জানান এম এ এন ছিদ্দিক।