মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশন আজ থেকে উন্মুক্ত
- আপডেট সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
খুলে দেয়া হলো মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। যাত্রীদের জন্য সকাল ৮টায় স্টেশন দুটি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই খুলে দেয়া হয়।ফলে আজ থেকে উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামছে মেট্রোরেল। নতুন এই ষ্টেশন দুটি চালু হওয়ায় খুশি স্থানীয়রা।
গেলো বছরের ২৮ ডিসেম্বর দেশের যোগাযোগের ক্ষেত্রে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুটি স্টেশন দিয়ে শুরু হয় যাত্রা। এরপর একে একে খুলে দেয়া হয় বাকী স্টেশনগুলো। সব শেষ শুক্রবার শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন চালু করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এরফলে প্রথম পর্বের ৯টি স্টেশন থেকে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
এখন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে স্বপ্নের মেট্রোরেল। খুব শিগগিরই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলো চালুর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
৫ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে বলেও জানায় কর্তৃপক্ষ।