মেট্রোরেলের ষষ্ঠ লাইনের শেষ চালান পৌঁছেছে মোংলা বন্দরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
মেট্রোরেলের ষষ্ঠ লাইনের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাইয়াম্প।
মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।এতে ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন রয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে এসব মালামাল নিয়ে ছেড়ে আসে জাহাজটি।
বিদেশী জাহাজ এমভি ভেনাস ট্রাইয়াম্পের স্থানীয় শিপিং এজেন্ট ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটিতে কোচ ও ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩’শ৫৬ দশমিক ৮’শ৬১ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাসের পর নদী পথে লাইটার জাহাজে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।