মেট্রোরেল প্রকল্পে পাহাড়সম দুর্নীতি করেছে সরকার : এমরান সালেহ প্রিন্স

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
কাজ শেষ না হতেই তড়িঘড়ি করে মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ জানান।
মেট্রোরেল প্রকল্পে সরকারের দুর্নীতি পাহাড়সম উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে বর্তমান সরকার। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলেই মেট্রোরেলের প্রাথমিক কাজ শুরু হয়। ক্ষমতার ধারাবাহিকতায় যে সরকার থাকতো তারা মেট্রোরেলের কাজ সম্পন্ন করতো বলে জানান তিনি। বলেন, আশপাশের দেশের চেয়ে ঢাকার মেট্রোরেলের ভাড়া দুই থেকে পাঁচগুণ বেশি । শুক্রবারের গণমিছিল থেকে দলের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।