মেধাবীরা সম্পৃক্ত না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মেধাবীরা সম্পৃক্ত না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নেতাদের চোখ-কান পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওদিকে, নিজেদের সীমাহীন ব্যর্থতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে সরকারের উন্নয়নের সমালোচনা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি রাজনীতি সচেতন হওয়ার আহবান জানান তিনি।
এ সময় ছাত্র রাজনীতিকে সুনাম ও ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনার উপরও গুরুত্বারোপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ও ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন তথ্যমন্ত্রী। আর আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাক স্বাধীনতার দোহাই দিয়ে সরকারের অযৌক্তিক সমালোচনা করেই যাচ্ছে বিএনপি।
নিজেদের শাসনামলে বিএনপি দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।