মেসির শেষ বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ মেটাতে চায় আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা নাকি ফ্রান্স, কার জার্সিতে বসবে তৃতীয় তারকা ? জানা যাবে আর মাত্র একদিন পর। কাল কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি এই দুই দল। মেসির শেষ বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ মেটাতে চায় আর্জেন্টিনা। আর শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন ফ্রান্সের। দু’দলই আত্মবিশ্বাসী শিরোপা জিততে। লুসাইলে দু’দলের মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আরব্য রজনীতে রূপকথার গল্প লেখার অপেক্ষায় আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। এবারের আসরে যেন বিশ্ব জয়ের নেশায় মত্ত মহাবীর আলেকজান্ডারের রূপে হাজির আলবিসেলেস্তেরা। এবার অপেক্ষা ফরাসি সামরাজ্যে আঘাত হানার।
শিরোপার মঞ্চে নামার আগে ফুরফুরে মেজাজে আকাশী-নীল শিবির। কোচ লিওনেল স্কালোনির ব্যস্ততা প্রতিপক্ষ বধের ছক কষা নিয়ে। ফাইনালে ফ্রান্সকে মোকাবিলার জন্য কৌশল সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ।
মেসি-আলভারেজদের সঙ্গে ডি মারিয়া প্রথম একাদশে খেলবেন তা নিশ্চিত। কার্ড জটিলতা কাটিয়ে মার্কাস আকুনা আর গঞ্জালো মন্টিয়েল ফিরবেন মূল একাদশে। একমাত্র পাপু গমেজকে নিয়ে কিছুটা চিন্তা আছে। যিনি গোড়ালির ইনজুরিতে ভুগছেন রাউন্ড অফ সিক্সটিন থেকে।
অতীত আর সম্প্রতি ফর্ম স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে। আগের ১২ বারের দেখায় ৬ জয়ে এগিয়ে আলবিসেলেস্তে। ফরাসিদের ৩ জয়ের বিপরীতে বাকি ৩ ম্যাচ হয়েছে ড্র। তবে প্রতিপক্ষট যখন ফ্রান্স, তখন নির্ভার হওয়ার সুযোগ কই? শেষ বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে হেরেই বাড়ি ফিরেছিলো আর্জেন্টিনা।যদিও সেবারের সঙ্গে এবারের দলের বিস্তর ফারাক। সাথে লিওনেল মেসির উড়ন্ত ফর্ম আর আলভারেজদের নান্দনিকতার আশায় বুক বাঁধছে আকাশী নীলরা।
প্রত্যাশিত দল হিসেবেই ফাইনালে লড়বে ফ্রাস। দুর্দান্ত ফর্মে দলের আক্রমণ ভাগ। কিলিয়ান এমবাপ্পে করেছেন মেসির সমান ৫ গোল। আরেক ফরাসি ফরোয়ার্ড জিরুদ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪ বার। গোল না পেলেও প্রতিপক্ষের মাথা ব্যাথার বড় কারণ আতোয়ান গ্রিজম্যান।
তবে দুশ্চিন্তার নাম মিডফিল্ড। এনগেলোকান্তে আর পল পগবার বিকল্প হতে পারেনি কেউই। ভাইরাস জটিলতায় অনিশ্চিত রাফায়েল ভারানে। যার প্রভাব পড়েছে রক্ষণেও। তাই গতিশীল আক্রমণ ভাগ দিয়ে আর্জেন্টিনা কাবু করতে চায় ফ্রান্স।
মাঠের লড়াই সেয়ানে সেয়ানে হলেও গ্যালারিতে আর্জেন্টিনার থাকবে একচেটিয়া আধিপত্য।