মেসি-এমবাপ্পে-নেইমারের ঝলকে ম্যাকাবি হাইফা বিধ্বস্ত
- আপডেট সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়নস লিগে মেসি-এমবাপ্পে-নেইমারের ঝলকে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো ফরাসি ক্লাবটি। এদিকে, লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর, ডর্টমুন্ডের সাথে গোল শুন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় পিএসজি। ৩২ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৩ মিনিট পর মেসির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর ঢুকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান নেইমার। ম্যাকাবি ৩৮ মিনিটে একটি গোল শোধ করলেও ৬ মিনিট পর মেসির দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানের লিড নেয় পিএসজি। বিরতি থেকে ফিরে ব্যবধান কমায় ইসরায়েলের ক্লাবটি। তবে, ৬৪ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্টে ব্যবধান বাড়ান এমবাপ্পে। এর তিন মিনিট পর আত্মঘাতি গোলে ৬-২ গোলে এগিয়ে যায় পিএসজি। বদলি হিসেবে নামা কার্লোস সালের গোলে ৭-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েবের শিষ্যরা। এদিকে, প্রতিপক্ষের মাঠে মৌসুমের প্রথম হারের মুখ দেখলো ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে, এ ম্যাচ হারলেও শেষ ষোলোর টিকিট আগেই নিশ্চিত করেছে লস ব্লাংকসরা।