মেহেদি আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় নুসরাত
- আপডেট সময় : ০৪:৩৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
শখের বশেই মেহেদী নিয়ে কাজ শুরু করেন নুসরাত জাহান সোনিয়া। ২০১৪ থেকে মেহেদী আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি। শুরুতে শখের বশে শুরু করলেও পরবর্তীতে তা প্রফেশনে রূপান্তরিত হয়। বর্তমানে মেহেদী আর্টিস্ট হিসেবে পুরোদস্তুর কাজ করে যাচ্ছেন তিনি। মেহেদীর পাশাপাশি অন্যান্য গহনাসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন।
মেহেদী মূলত মানুষের একটি শখের বিষয়। এই শখের বিষয়টি সুন্দর এবং সুনিপুণভাবে ফুটিয়ে তোলেন সোনিয়া, যা মানুষকে এনে দেয় এক অকৃত্রিম আনন্দ৷ মেহেদী দিয়ে দেয়াকে সোনিয়া শুধু কাজ হিসেবে নয় বরং মানুষের মনের খোরাক হিসেবে দেখেন এবং সেই হিসেবেই চেষ্টা করেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে৷ মেহেদী বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য একটি মেহেদী পারে মানুষের আনন্দ হাজারগুণ বাড়িয়ে দিতে। তাই সোনিয়া এবং তার প্রতিষ্ঠান চেষ্টা করে সবসময় নিজেদের সর্বোচ্চটা দিতে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোনিয়ার নুসরাত মেহেদী এবং ফ্যাশন বাজ নামে একটি পেজ রয়েছে। ফরচুন শপিং মল এর ২য় তলায় স্টাইলিশ কালেকশন নামে একটি আউটলেট রয়েছে। দেশের প্রতিটা কোণায় সোনিয়া তার স্টাইলিশ কালেকশন এর আউটলেট ছড়িয়ে দিতে চান। দেশের পাশাপাশি দেশের বাইরেও নিজের ব্যবসার প্রসার করতে চান এই তরুণ উদ্যোক্তা।
দেশের বাইরেও মানুষকে মেহেদী পড়িয়ে দিতে চান তিনি৷ সোনিয়া তার আউটলেট এবং পেজ এর মাধ্যমে মেহেদীর পাশাপাশি অন্যান্য গহনা এবং প্রসাধনী সামগ্রী নিয়েও কাজ করেন৷ শুধুমাত্র মেহেদী নিয়ে শুরু করলেও বর্তমানে মেহেদী ছাড়াও অন্যান্য সামগ্রী নিয়ে কাজ করছেন সোনিয়া। শুধুমাত্র মেহেদী কেন্দ্রিক না হয়ে সবধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে কাজ করতে চান তিনি।
মেহেদী আর্টিস্ট হিসেবে সোনিয়া বর্তমান সময়ের বেশ সফল একজন। ইতোমধ্যে দেশবরেণ্য কয়েকজন সেলেব্রিটিকে মেহেদী পড়িয়ে দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। দুইবার অ্যাওয়ার্ড পেয়েছেন তার অসাধারণ কাজের জন্য। এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘মেহেদী অনেকের কাছেই ছোট ব্যাপার হলেও আমার কাছে এবং আমার গ্রাহকদের কাছে আনন্দের ও ভালোবাসার একটি বিষয়। তাই আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। কাজের পর গ্রাহকদের মুখের হাসিই আমার অনুপ্রেরণা।’
সোনিয়া ইতোমধ্যে মেহেদী ইভেন্ট এবং বিভিন্ন মেলায় সফলতার সাথে অংশগ্রহণ করেছেন। গ্রাহক সন্তুষ্টিই মূলত সোনিয়ার মূল উদ্দেশ্য। উইমেন’স ডে উপলক্ষে রাজধানী ঢাকার ৫ তারকা হোটেল ওয়েস্টিনে মেহেদী উৎসব করেছেন সোনিয়া সফলতার সাথে।
এছাড়াও ৫ তারকা হোটেল লে মেরিডিয়ানে ভালোবাসা দিবস উপলক্ষেও মেলায় অংশগ্রহণ করেছিলেন তিনি৷ ৫ তারকা হোটেলে মেলার পাশাপাশি ঢাকার অভিজাত এলাকায় বেশ কয়েকটি ইভেন্ট আয়োজন করেছেন সফলতার সাথে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন তিনি।
মেহেদী নিয়ে সুদূরপ্রসারী চিন্তাভাবনা সোনিয়ার৷ নিজের প্রতিভা ছড়িয়ে দিতে চান বিশ্বের প্রতিটি প্রান্তে৷ আসন্ন বাণিজ্য মেলায়ও প্রতিবারের ন্যায় অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে সোনিয়ার। নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে এগিয়ে যেতে চান তিনি।
বর্তমানে একটি আউটলেট থাকলেও ভবিষ্যতে নিজের ব্যবসা দেশের প্রতিটা কোণায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সোনিয়ার।